Opu Hasnat

আজ ৪ জুন রবিবার ২০২৩,

বড়াইগ্রামে ১ জনের মরদেহ উদ্ধার নাটোর

বড়াইগ্রামে ১ জনের মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মনপিরীত স্লুইস গেটের পশ্চিম পার্শ্বে বিলের মধ্যে থেকে লিয়াকত সরকার (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে এই মরদেহ উদ্ধার করে।

নিহত লিয়াকত সরকার দোগাছি গ্রামের মৃত চয়েন উদ্দিন সরকারের ছেলে। মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল হাফপ্যান্ট, আর গায়ে কোন  জামা কাপড় ছিলনা।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, সকালে স্থানীয়রা মনপিরীত এলাকার  স্লুইস গেটের পাঁচশত গজ পশ্চিমে খালের ধারে লিয়াকতের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নাটোরে হাসপাতালে পোস্ট মর্টামের জন্য  মর্গে প্রেরণ করে। ঘটনাটি তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যার কারণ জানানো সম্ভব হবে।