Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

রাজবাড়ীতে কৃষকের ধান কেটে দিলো কৃষকলীগ রাজবাড়ী

রাজবাড়ীতে কৃষকের ধান কেটে দিলো কৃষকলীগ

রাজবাড়ীতে গরিব কৃষকের ধান কাটায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কৃষকলীগ রাজবাড়ী সদর উপজেলা শাখা। রবিবার সকালে রাজবাড়ী সদর উপজেলা কৃষকলীগের আয়োজনে রামকান্তপুর ইউনিয়নের রায় নগর বাইটাকামি বিলে কৃষক আব্দুল আলিমের এক একর জমির ধান কেটে সহযোগিতা করেন তারা।

এ সময় রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরজু ও সাধারন সম্পাদক আলাল সরদারের নেতৃত্বে রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক আবু বক্কার খান, যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সী,  বিপ্লব মুক্ত বিশ্বাস, কালুখালী উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মিজানুর রহমান, রাজবাড়ী পৌর কৃষক লীগের আহবায়ক শাহিদুল হক তিতু, মোঃ রাজু আহমেদ,  আঃ মতিন,  নাহিদ স্বপন, দারোগ আলী মন্ডল, শুকুর মোল্লা, আলমগীর হোসেন,  সবুজ মোল্লাসহ জেলা ও উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধান কাটার সময় রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরজু বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনায় ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতাকর্মীদের অনুপ্রেরনায় গরিব কৃষকের ধান কেটে দেওয়া হচ্ছে। এ কাজে জেলার অন্যান্য গরিব কৃষকদের ও সহযোগিতা করা হবে।

রাজবাড়ী জেলা কৃষকলীগের আহবায়ক আবু বক্কার খান  বলেন, অসহায় কৃষক, যারা শ্রমিক পাচ্ছে না। অর্থাভবে ধান কাটতে পারছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশনায় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের সহযোগিতায়  কৃষকদের ধান কেঁটে বাড়ীতে পৌছে দেবার কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে রাজবাড়ীর ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভা কমিটি তাদের ধান কাটা কর্মসুচী চালিয়ে যাবে।