Opu Hasnat

আজ ১৯ জুলাই শুক্রবার ২০২৪,

এসো নতুন // কামাল বারি শিল্প ও সাহিত্য

এসো নতুন // কামাল বারি

বৈশাখ এসেছে দুয়ারে
আর কোনও মিথ্যা
আর কোনও ব্যর্থতা মানবো না...

বৈশাখ এসেছে
আর কোনও জড়তা
আর কোনও স্তব্ধতা ঠাঁই দেবো না...

এসেছে বৈশাখ দুয়ারে
আর কোনও বর্জ্যরে
আর কোনও দূষণেরে নেবো না...
তীব্র ঝড়ে তাপে উড়ে পুড়ে যাক তাবৎ কলুষ...

এই তো বসন্তের সুপ্রভাত শরীরে আমার
এই তো পলাশ শিমুল কৃষ্ণচূড়ার
লাল আগুনমুখী তৃষ্ণা আমার...
এই তো জরা ব্যাধি ঝরিয়ে সরিয়ে
তাজা নিঃশ্বাসে 
উঠেছি নতুন প্রাণ...
সৃষ্টির এই তাপ দাবদাহে
সত্য বুনন সাথে নিয়ে এসেছি...
এসেছি নতুন বৈশাখে...

আহা, নতুন বৈশাখ এসেছে বিশ্বে!
শুভ শুদ্ধতায় তারে নিতে হবে...
আনন্দে সুন্দরে তারে নাও...

এই নতুন বৈশাখে
আর কোনও অন্ধত্ব নয়—
আর কোনও বন্ধ্যত্ব নয়— 
অহেতুক অনিচ্ছা নয়— 
অনাগ্রহ নয় আর কোনও—
তারে নিতে হবে...
এসো নতুন—
নতুনেরে গ্রহণ করি।