Opu Hasnat

আজ ৪ জুন রবিবার ২০২৩,

রাজবাড়ীতে চার শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা রাজবাড়ী

রাজবাড়ীতে চার শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চার শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২৬ মার্চ) বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে ওই সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকীম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খোদেজা নাসরীন আক্তার হোসেন, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, সাবেক জেলা পরিষদ  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার প্রমুখ।

পরে জেলার চার শতাধিক মুক্তিযোদ্ধার সম্মানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া  হয়। পরে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল।