Opu Hasnat

আজ ৪ জুন রবিবার ২০২৩,

পদ্মার চর থেকে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার রাজবাড়ী

পদ্মার চর থেকে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় পদ্মার চর থেকে উলঙ্গ অবস্থায় আবজাল খাঁ (১৫) নামে এক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবজাল খা রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের কাশেম খার ছেলে। শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮ টার সময় পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের পদ্মার চর থেকে উলঙ্গ অবস্থায় প্রতিবন্ধী বালকের মরদেহ উদ্ধার করে পাংশা মডেল থানা পুলিশ। 

নিহত আফজাল খার বাবা কাশেম খাঁ বলেন, গত বুধবার (২২ মার্চ) বাড়ী থেকে হারিয়ে যায় আফজাল। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সন্ধ্যার পর জানতে পারি পদ্মা নদীর চরে মরদেহ পাওয়া গেছে।

রাজবাড়ীর সহকারী সিনিয়ার পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, শুক্রবার  সন্ধ্যায় স্থানীয়রা থানায় ফোন করে বলে পদ্মার চরে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।