Opu Hasnat

আজ ১৪ এপ্রিল রবিবার ২০২৪,

ডিজিটাল প্লাটফর্মে জুবায়ের চৌধুরীর ‘রাঙা পরী’ বিনোদন

ডিজিটাল প্লাটফর্মে জুবায়ের চৌধুরীর ‘রাঙা পরী’

জনপ্রিয় সব ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেয়েছে সাংবাদিক জুবায়ের রহমান চৌধুরীর লেখা গান ‘রাঙা পরী’।

গানটি গেয়েছেন শিল্পী সুলতান মাহমুদ ও বৃষ্টি দোলা। গানটি একইসঙ্গে অ্যামাজন, অ্যাপল মিউজিক, স্পটিফাই, জিওসাভান, গানাসহ জনপ্রিয় সব ডিজিটাল প্লাটফর্মে শুনতে পাচ্ছেন শ্রোতারা।

শুক্রবার (১০ মার্চ) এস এম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও অবমুক্ত হয়েছে। গানটির সঙ্গীতায়োজন করেছেন ওয়াহিদ শাহিন এবং সুর করেছেন তারেক আহসান।

গানটি নিয়ে জুবায়ের বলেন, ‘৯ বছর পর আমার নতুন এই গানটি মুক্তি পেল। গানটি প্রয়াত সংগীতশিল্পী বন্ধু বর্ণ  চক্রবর্তী -এর জন্যে লিখেছিলাম।

আমার স্কুল জীবনের সহপাঠী, সংগীতশিল্পী প্রয়াত বর্ণ চক্রবর্তীর অনুপ্রেরণায় গান লিখা শুরু করি। তারই সংগীতায়োজনে ২০১২ সালে ‘বর্ণ উইথ কালারস-১’ ‌অ্যালবামে দেব চক্রবর্তীর কণ্ঠে ‘কাছে আসার ইচ্ছে থেকে’ গানটি প্রকাশ পায়।

এর পর ২০১৪ সালে বর্ণ চক্রবর্তীর কণ্ঠে মুক্তি পায় ‘ভেজা মন’ শিরোনামের একটি গান।

‘রাঙা পরী’ গানের কথা ২০১৫ সালের মার্চে লিখেছি। এই গানটি বর্ণ চক্রবর্তীর জন্যেই লিখা হয়েছিল। ২০২১ সালের ১৭ জুলাই করোনাভাইরাসের ভয়াল থাবায় পৃথিবীর মায়া ত্যাগ করেন বর্ণ। তাই ‘রাঙা পরী’ গানটি বন্ধু বর্ণ চক্রবর্তীকে উৎসর্গ করেছি।