Opu Hasnat

আজ ২১ মার্চ মঙ্গলবার ২০২৩,

জুয়া খেলার সময় দৌড়ানি, ১ জনের মৃত্যু কুমিল্লা

জুয়া খেলার সময় দৌড়ানি, ১ জনের মৃত্যু

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জুয়া খেলার সময় দৌড়ানি খেয়ে জাকির হোসেন শিতল (৪২) নামে যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মেষতলী বাজারে শুক্রবার রাত ১১টায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা। নিহত জাকির হোসেন উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। সে দিনমজুরের কাজ করতো।

সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মেষতলী বাজারস্থ নুরনবীর চায়ের দোকানে নুরনবী, জাকির হোসেন শিতলসহ আরো কয়েকজন জুয়া খেলছিল। হঠাৎ নুরনবীর ছেলে সালমান এবং তার বড় ভাই খোকন সিকদারসহ কয়েকজন তাদেরকে ধাওয়া করে। জাকির হোসেন শিতল দৌড়ে প্রায় দেড় কিলোমিটার দূরে শুভপুর বসু মুন্সি বাড়ির মাইন উদ্দিন মায়ানের বসত বাড়িতে আশ্রয় নেয়। এ সময় তিনি জানান তার মাথা ঘুরতেছে। রাত ১১টার দিকে তিনি মারা যান।

চৌদ্দগ্রাম থানা পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।