Opu Hasnat

আজ ৪ জুন রবিবার ২০২৩,

সুনামগঞ্জে সেতুর উপর থেকে পরে নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধার সুনামগঞ্জ

সুনামগঞ্জে সেতুর উপর থেকে পরে নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধার

সুনামগঞ্জ শহরের সুরমা নদীর উপর নির্মিত আব্দুজ জহুর সেতুর উপর থেকে সুরমা নদীতে পরে নিখোঁজ জেসমিন আক্তার এর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল । 

বৃহস্পতিবার দুপুরে সেতু থেকে পরে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সুরমা নদীতে অভিযান চালিয়ে বিকেলে জেসমিন আক্তার নামে ঐ ছাত্রীর লাশ উদ্ধার করে। জেসমিন আক্তার সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিলেন। তার সঙ্গে সেতুতে বেড়াতে আসা বান্ধবী জানান নিজে থেকেই সেতুর রেলিংয়ে উঠে বসেছিল জেসমিন । ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহায়তা করে পুলিশ, ঘটনার রহস্য জানতে চেষ্টা করছে তারা।

এ ব্যাপারে সুনামগঞ্জ  ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার নিউটন দাস জানান, মেয়েটি শহরের একটি বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী ছিল। সে সেতু থেকে লাফ দিয়ে সুরমা নদীতে পড়ে যায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। 

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।