Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

মাগুরায় ধান ক্ষেতের পোকার আক্রমন রক্ষায় পার্চিং কার্যক্রমের উদ্বোধন মাগুরা

মাগুরায় ধান ক্ষেতের পোকার আক্রমন রক্ষায় পার্চিং কার্যক্রমের উদ্বোধন

”যেখানেই ধানের গাছ, সেখানেই গাছের ডাল” এই প্রতিপাদ্য বাস্তবায়নে বুধবার মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নে মাঠের ধান ক্ষেতের পোকার আক্রমন রক্ষায় পার্চিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

মাগুরা জেলা প্রশাসন এর আয়োজনে কৃষি সম্প্রসারন অদিদপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত পার্চিং কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। 

উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, খামারবাড়ির উপপরিচালক সুফি মো: রফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির ও স্থানীয় নেতৃবৃন্দ। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগন কষৃকদের উদ্দেশ্যে বলেন, ধান ক্ষেতের পোকার আক্রমন রক্ষায় বিনা খরচে পার্চিং কার্যক্রমের আওতায় সকল কৃষকদের এ দিয়ে আসতে হবে। যেমন ডালে বসা পাখি ক্ষতিকর পোকা মাকড় খেয়ে ফসল রক্ষা করে তাই কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষিত রাখে।