ছাতকে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা সুনামগঞ্জ / 
সুনামগঞ্জের ছাতকে “পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান পরিদর্শক আমিনুল ইসলাম সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক -দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।
এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির, সহকারী কমিশনার ভূমি ইসলাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন মিয়া, লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ইব্রাহিম মিয়া, উপজেলা প্রকৌশলী আবছার উদ্দিন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, উপ-প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, জয়নাল আবেদিন, সি এ জয়দেব দেবনাথ, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়, উপজেলা পরিসংখ্যান মাঠকর্মি আকিক মিয়া প্রমূখ।