Opu Hasnat

আজ ৪ জুন রবিবার ২০২৩,

এনায়েতপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও পদযাত্রা সিরাজগঞ্জ

এনায়েতপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও পদযাত্রা

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও সরকারের পদত্যাগের দাবিতে শনিবার সকালে এনায়েতপুর থানার খুকনী ও জালালপুর ইউনিয়নে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। 

এনায়েতপুর থানা শাখার বিভিন্ন ইউনিট কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালন করে। বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে খুকনী মোল্লাপাড়া হতে মন্ডল পাড়া মোড়ে এসে প্রদিক্ষণ করে পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে সমাপ্ত ঘোষণা করা হয়। 

এদিকে, জালালপুর ইউনিয়নের সৈয়দপুরে জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস ছালামের নেতৃত্বে আরেকটি প্রতিবাদ বিক্ষোভ বের হয়। এসময় এনায়েতপুর থানা সদরে গুরুত্বপূর্ণ পয়েন্টে পলিশি নজরদারি লক্ষ করা যায়। তবে কোন প্রকার অপ্রীতির ঘটনা ঘটেনি। 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক শাহরিয়ার ইমন, সাবেক চেয়ারম্যান ডাঃ আজাদ, বাবুল আক্তার বসির, ডাঃ ফজল প্রমূখ।