Opu Hasnat

আজ ২১ মার্চ মঙ্গলবার ২০২৩,

ছাতকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু সুনামগঞ্জ

ছাতকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর  মৃত্যু

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন ফাহিম আহমদ নামের এক যুবক। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের সুহিতপুর এলাকায় সিএনজি পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফাহিম আহমদ (২৪) গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের আব্দুল খালিকের পুত্র।

স্থানীয় সুত্রে জানাগেছে, গোবিন্দগঞ্জগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে বিপরীতে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী ফাহিম আহমদ। আহত অবস্থায় ফাহিমকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান তিনি। দুর্ঘটনায় আহত আরো একজন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করেছে। জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।