Opu Hasnat

আজ ২১ মার্চ মঙ্গলবার ২০২৩,

পাইকগাছায় ধানক্ষেত থেকে জবাইকৃত গৃহবধূর লাশ উদ্ধার খুলনা

পাইকগাছায় ধানক্ষেত থেকে জবাইকৃত গৃহবধূর লাশ উদ্ধার

খুলনার পাইকগাছায় ধানক্ষেত থেকে ববিতা বেগম (৪০) নামে এক গৃহবধূর জবাই করা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

জানা গেছে, সে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের বাসিন্দা মীর ওবাইদুল্লার স্ত্রী। মঙ্গলবার সকালে ধামরাইলের একটি ধানক্ষেত থেকে গৃহবধূ ববিতার লাশটি দেখে স্থানীরা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার  করে সুরত হাল রিপোর্ট তৈরি করে। পরে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে । লাশের গলা ও ঘাড়ে কোপানোর রক্তাক্ত চিহৃ দেখা যায়। স্থানীয়রা জানায় জায়গা জমি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে এঘটনা ঘটতে পারে বলে তারা ধারনা করছে। 

পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান, নিহতের স্বামী মীর ওবায়দুল্লাহ থানায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এখনো কেউ এজহার দেয়নি। এজহার দিলে মামলা রেকর্ড করা হবে। তবে জিডি মুলে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্যান্য খবর