Opu Hasnat

আজ ২১ মার্চ মঙ্গলবার ২০২৩,

বেলকুচি ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত সিরাজগঞ্জ

বেলকুচি ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত

সিরাজগঞ্জের বেলকুচির ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। শনিবার দিনব্যাপী এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। সভাপতিত্ব করেন স্কুলের প্রাক্তন ছাত্র পাবনার সুজানগর উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।

এ সময় সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম আল-আমিন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক জেমারত হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নুরুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের অধ্যাপক ড. নজরুল ইসলাম সহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।