Opu Hasnat

আজ ২৯ জানুয়ারী রবিবার ২০২৩,

২৭তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা সুনামগঞ্জ

২৭তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা

রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে পৌর শহরের বুলচান্দ হাই স্কুলের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল, মেডিক্যাল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মণ, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ওমর ফারুক,  পৌরসভার হেলথ ইন্সপেক্টর মো. রেজাউল করিম প্রমুখ। 

আলোচনা সভা শেষে  সুনামগঞ্জের বুলচান্দ হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে কৃমি নিয়ন্ত্রণক ট্যাবলেট খাওয়ানো হয়। এছাড়া সিভিল সার্জন জানান, জেলায় এই বছর ৬ লাখ ৪০ হাজার মানুষকে এই ট্যাবলেট খাওয়ানো হবে। 

এই বিভাগের অন্যান্য খবর