সুনামগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন সুনামগঞ্জ / 
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আপন ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। নিহতের নাম নুরুল আমিন (৬০)। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামের ঘটনাটি ঘটেছে।
নিহতের ভাই শাহ পরান ও শাহ জালাল জানান, দীর্ঘ দিন ধরে নিহতের পিতার সম্পত্তির ভাগ না তাকে দেওয়ায় বড়ভাইয়ের সাথে ছোটভাই নিহত নুরুল আমীনের ঝগড়া লেগেই থাকত। এ নিয়ে একাধিক বার গ্রাম্য বিচার সালিশে বসে ও কোনো সমাধান হয়নি। সকালে নিজ বাড়িতে সম্পত্তির বিষয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে নিহতের আপন অপর তিন ভাই নুরুল হক(৭০), শাহ আলম (৫০) ,শাহজাহান (৫৫) ও তাদের ছেলে মেয়েরা মিলে নুরুল আমীনকে লাঠি দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মারলে সে রক্তাক্ত হযে মাটিতে লুটিয়ে পড়ে । পরিবারের লোকজন তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরুল আমিন(৬০)আমিনের দুই ছেলে তিন মেয়ে রয়েছে।
এ ব্যাপারে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।