Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন রাজবাড়ী

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

রাজবাড়ীতে যথাযোগ্য মর্র্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বুধবার সকাল ১০ টায় শহীদদের সম্মান প্রদর্শনে লোকোসেড বদ্ধভুমিতে পুষ্পমাল্য অর্পন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর পর্যায়ক্রমে মুক্তযোদ্ধা সংসদসহ জেলার বিভিন্ন কার্যালয় বদ্ধভুমিতে পুষ্পমাল্য অর্পন করেন। পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

এছাড়াও দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরে সেখান থেকে বের করা হয় একটি শোক র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে লোকোসেড বদ্ধভুমিতে গিয়ে শহীদদের সম্মানে পুষ্পমাল্য অর্পন করেন নেতৃবৃন্দ। 

এ সময়  রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু,পৌর মেয়র আলমগীর শেখ তিতু, সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাহিদা চৌধুরী তন্নী হেদায়েত আলী সোহরাব পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট উজির আলী শেখ, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিসহ যুবলীগ, ছাত্র লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিকেল থেকে রাত অবধি লোকেসেড বদ্ধভুমিতে বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছে জেলা প্রশাসন।