Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

পাইকগাছায় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন খুলনা

পাইকগাছায় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

খুলনার পাইকগাছায় সংখ্যালঘু দীনেশ চন্দ্র হালদারকে মারপিট, হত্যা চেষ্টা ও  লীজ ঘের জবর দখলকারী মন্টুর শাস্তিসহ জানমালের নিরাপত্তার দাবিতে গ্রামবাসী মানববন্ধন করেছে। 

জানা যায়, উপজেলার খড়িয়া গ্রামের দীনেশ চন্দ্র হাওলাদারের মৎস্য ঘের জবর দখল ও মারপিট করার ঘটনায় ভূমি দস্যু ইদ্রিসুর রহমান মন্টুর বিরুদ্ধে এলাকাবাসী সোমবার সকালে লস্কর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধনে মনোরঞ্জন হালদারের  সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন,  ভুক্তভোগী দিনিশ চন্দ্র হালদার, তরুণ হালদার। 

এছাড়া খুলনা জেলা হিন্দু ঐক্য যুব পরিষদের যুগ্ম-সম্পাদক, বরুণ প্রকাশ মণ্ডল, অরুণ বৈরাগী, পূর্ণ চন্দ্র হালদার, মনোজিৎ হালদার, নিখিল হালদার, অরুন বৈরাগী, রীতা, কুমারেশ, লাবনী, ঠাকুর, অখিলসহ এলাকাবাসী।  

মানববন্ধনে বক্তারা বৃদ্ধ দিনিশ চন্দ্র হালদারকে মারপিট, হত্যার চেষ্টা ও ভরা মৎস্য লিজঘের জবর দখলকারী, খড়িয়া গ্রামের ভূমিদুস্যু ইদ্রিসুর রহমান মন্টুর শান্তি  দাবি জানিয়েছেন।