Opu Hasnat

আজ ৩১ মার্চ শুক্রবার ২০২৩,

বড়াইগ্রামে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত নাটোর

বড়াইগ্রামে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

নাটোরের বড়াইগ্রামে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা বের হয় ও পরে পরিষদ হলরুমে ইউএনও মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সিদ্দুকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র  পৌর আ'লীগের সভাপতি কে.এম জাকির হোসেন, উপজেলা আ'লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.আমির হামজা, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী সৈকত হোসেন ও অন্যদের মধ্যে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, সহ-সাধারণ সম্পাদক সুরুজ আলী, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের অফিস সহকারী অহিদুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে হাত ধোয়া সামগ্রী বিতরণ করা হয় ও শিক্ষার্থীদের হাত ধোয়ার ওরিয়েন্টেশন প্রদান করা হয়।