Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

বরাবরের মত এবারও আগাম আলু চাষে ব্যস্ত সৈয়দপুরের কৃষকগণ কৃষি সংবাদনীলফামারী

বরাবরের মত এবারও আগাম আলু চাষে ব্যস্ত সৈয়দপুরের কৃষকগণ

ঊরাবরের মত এবারও আগাম আলু চাষে ব্যস্ত নীলফামারীর সৈয়দপুরের কৃষকগণ। তারা উঁচু জমিতে আলু চাষের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। প্রতি বছর আগাম আলু চাষ করে স্বাবলম্বীও হয়েছেন অনেক প্রান্তিক ও মাঝারি কৃষক। এ বছরও অনুকূল পরিবেশে স্বল্পমেয়াদি আগাম আমন ধান ঘরে তুলে সেই জমিতে আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন শত শত কৃষক।

উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের অচিনের ডাংগার কৃষক রবিউল ইসলাম জানান,  ৫০-৫৫ দিনে উত্তোলনযোগ্য সেভেন জাতের আগাম আলুর বীজ রোপণে তোড়জোড় শুরু হয়েছে। যার আলু যত আগে উঠবে, সে তত বেশি লাভবান হবেন। মৌসুমের শুরুতে নতুন আলু ভোক্তাকে দিতে পারলে চড়া বাজারমূল্য পেয়ে দ্বিগুণ লাভবান হবেন এমন প্রত্যাশা করছেন তিনি।

একই এলাকার কৃষক রমিজ আলম বলেন, আমাদের এদিকের ডাঙ্গা জমিগুলো একদম উঁচু এবং বালুমিশ্রিত। ভারী বৃষ্টিপাত হলেও তেমন ভয় থাকে না। তাই আগেভাগে দ্বিগুণ লাভের আশায় আগাম আলু চাষ করছি। তিনি বলেন, নিজের ২ বিঘা ও বর্গায় ৩ বিঘা জমিতে আগাম জাতের আলুর আবাদ করছি। 

কৃষি বিভাগ জানায়, উত্তরের জেলা নীলফামারীরর অর্থনীতি মূলত কৃষি নির্ভর। অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করে কৃষিকাজ করে। জেলার উর্বর দোআঁশ, বেলে দোআঁশ মাটিতে বিভিন্ন রকম ফসল আবাদ করে থাকেন। সৈয়দপুরের পার্শ্ববর্তী কিশোরগঞ্জ ইতোমধ্যে আগাম আলু চাষে সুনাম অর্জন করেছে। 

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতা সাহা সৈয়দপুরের কৃষকরা উঁচু জমিতে আগাম আলু চাষে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছেন। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় উঁচু জমিতে আলুচাষে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। নিচু জমিতে আবহাওয়া দেখে রোপণের কথা বলা হচ্ছে। এ উপজেলার অন্যতম আকর্ষণ আগাম আলু ৫০-৫৫ দিনের মধ্যে বাজারে চলে আসবে। আশা করছি ভালো ফলন ও চড়া বাজার মূল্য পেয়ে কৃষক পরিবারে সমৃদ্ধি বয়ে আনবে।