সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ০১ সিরাজগঞ্জ / 
ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক তরুণ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার (০৯ সেপ্টম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে ও গোয়েন্দা পুলিশের এসআই মোঃ ইশানুর রহমান এর নেতৃত্বে সিরাজগঞ্জ থানাধীন পৌর এলাকার ভোকেশনাল মোড় এলাকায় মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন, উপজেলার রায়গঞ্জ থানার দাথিয়া বেনীমাধব গ্রামের মৃত মুক্তার শেখ এর ছেলে মানিল শেখ (৩৪)। এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।