Opu Hasnat

আজ ৪ অক্টোবর বুধবার ২০২৩,

মাগুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন মাগুরা

মাগুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডা কাপ জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট রবিবার থেকে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় এর বিজয় চত্ত্বরে শুরু হয়েছে। মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। 

মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুদ্দোহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা ক্রিড়া সংস্থ্যার সাধারন সম্পাদক হাজী মকবুল হোসেন, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও স্থানীয় নেতৃবৃন্দ। টুর্ণামেন্টে বালক দলে জেলার ৪ টি স্কুল এবং বালিকা দলে জেলার ৪টি স্কুল অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলায় বালিকা দলে মাগুরা সদর উপজেলা রবগুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ও শালিখা উপজেলার থৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ অংশগ্রহন করে। উক্ত খেলায় শালিখা উপজেলা থৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ১৪-০ গোলে জয় লাভ করে। জেলার ক্রিড়া মোদীগন এই খেলা উপভোগ করে।