Opu Hasnat

আজ ৩০ নভেম্বর বুধবার ২০২২,

শালিখায় দূর্গা পূজা উপলক্ষে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা

শালিখায় দূর্গা পূজা উপলক্ষে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা জেলার শালিখা উপজেলায় দূর্গা পূজা উপলক্ষে সামাজিক সম্প্রীতি কমিটির সভা মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শালিখা উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. বীরেন শিকদার। শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট শ্যামল কুমার দে ও স্থানীয় নেতৃবৃন্দ। 

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তাগন বলেন, শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে সবাই কে সামাজিক সম্প্রীতি বজায় রেখে কাজ করার আহব্বান জানান।