Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

বনপাড়া পৌর শহরে ৩টি সড়ক কার্পেটিং কাজের উদ্বোধন নাটোর

বনপাড়া পৌর শহরে ৩টি সড়ক কার্পেটিং কাজের উদ্বোধন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ৩টি রাস্তা কার্পেটিং করণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এসব কাজের উদ্বোধন করেন। পৌর নির্বাহী প্রকৌশলী আলহাজ্ব মোঃ আতাউর রহমান জানান, মহিষভাঙ্গা ০১ নং ওয়ার্ডে লস্করের বাড়ি হতে বাদশা মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তা কার্পেটিং করন কাজ দৈর্ঘ্য-২০০ মিঃ। প্রাক্কলিত মূল্য-২৩,৮৬,৬৯০ টাকা। আটুয়া ১২ নং ওয়ার্ডে আটুয়া গোরস্থান হতে আলতাবের বাড়ি পর্যন্ত রাস্তা কার্পেটিং করণ কাজ দৈর্ঘ্য-২৫০মিঃ। প্রাক্কলিত মূল্য-২০,২৮,১৩৯ টাকা এবং হারোয়া ০৭ নং ওয়ার্ডে পালপাড়া গোপালপুর রোড হতে আলমগীর হোসেন চৌধুরীর বাড়ি পর্যন্ত রাস্তা কার্পেটিং করণ কাজ দৈর্ঘ্য -৩৪৫মিঃ। প্রাক্কলিত মূল্য-১৯,৭০,৪৭০ টাকা বরাদ্দ ধরা হয়েছে। 

আয়োজিত অনুষ্ঠানে সড়ক রক্ষণাবেক্ষণের ওপর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ কুদ্দুস মিয়াজী, পৌরসভার সহকারী প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান, পৌর প্যানেল মেয়র আশরাফুল ইসলাম মিঠু, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম, দুলাল হোসেন সংরক্ষিত কাউন্সিলর ফাতেমা খানম, সোনাভান বেগম, আটুয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আঃ গফুর মৃধা, হারোয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন চৌধুরী,পৌর প্রকৌশলী অফিসের কার্য্য সহকারী আকুল হোসেন, সাংবাদিক বৃন্দ ও স্ব-স্ব এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।