Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

আগস্ট, রক্তাক্ত বাংলাদেশ // কামাল বারি শিল্প ও সাহিত্য

আগস্ট, রক্তাক্ত বাংলাদেশ // কামাল বারি

আগস্ট, রক্তাক্ত বাংলাদেশ!
আগস্ট, কলঙ্কিত বাংলাদেশ!
আগস্ট, রক্তের আখরে লেখা ইতিহাস!
আগস্ট, কাল-কুলাঙ্গারের রক্ত-তিয়াস!
আগস্ট, শোক-কালো দগ্ধ শোকাকুল মাস...!
হায় আগস্ট! হায় আগস্ট!
হায় পনেরোই আগস্ট!
লাল-সবুজের সোনার বাংলায়
পাষণ্ড আঘাতের কালদিন!

...রক্তাক্ত ক্ষতবিক্ষত সবুজ স্বদেশ নিথর নিস্পন্দ!
হায়, মুক্তিযুদ্ধজয়ী বাঙালির সেই দুঃসহ শোকাবহ দিন!
সেই শোকাকুল বাংলার আকাশ বাতাস পাহাড় নদী
                            বৃক্ষের চোখের জল-
কখনও কোনোদিন ভুলবে কি বাঙালি?
বাংলাদেশের বর্ধিষ্ণু শস্যখেত
         ভুলে যাবে কি সেই অন্ধদিন?

জানি, বাঙালির তাবৎ চোখ সর্বশোকে পাথর হয়ে গিয়েছিলো সেদিন;
সেখান থেকে ঝরেছে কি বেদনার অশ্রু?
               জ্বলেছে কি ক্রোধের অগ্নি?
হায়, সে-কী দুঃসহ শোকার্ত পাথরে মৌন হাহাকারের দিন!

হায়, পৃথিবীর সমগ্র ভুল হত্যাকাণ্ডের থেকেও অধিক ভুল
                        সেই মহাবেদনাত্মক হত্যাযজ্ঞ!
ধিক্  ধিক্  ধিক্ সেই কুপুত্র কুলাঙ্গার পিতৃহন্তারক গোষ্ঠির ওপর!

হায়, মহাভুলের খলনায়কেরা
                করেছিলে সেদিন কী-যে ভুল!
পিতা চিরশৌর্যকণ্ঠ
                অমিত বাৎসল্যে জানতে চায়-
                কী চাস্ তোরা?
হায়, কুলাঙ্গার জবাব দিয়েছে
                গুলির বিকট বীভৎস ভাষায়!
তখনই তাদের নির্মম আগ্নেয়াস্ত্র থেকে ছোটা অন্ধ গুলি
তুমুল ক্রোধে ফিরে এসে ছেদ করতে পারতো নিজেদের খুলি!
কিন্তু না- হয়নি তা...!
হায়, বাঙালি!
বাংলার বেদনাত্মক মহাকাব্যের খুব কি পড়েছিলো দায়?

...খল নায়কেরা করেছিলো কী-যে ভুল!
মাকে চেনে না- মাটি চেনে না-
মাতৃভূমির সুউচ্চ শির সইতে পারে না!
ত্রাসের সে-কী নষ্ট উল্লাস!

হায়, কী-যে ভুল!
মাকে চেনেনি- মাতৃভূমি বাংলাদেশ চেনেনি!
জানে না তো, এ-দেশের মঙ্গল মাটি
একটি বীরের রক্তক্ষতচিহ্ন থেকে
জাগিয়ে দিতে পারে শত কোটি দুঃসাহসী বীর!
খল জানেনি,  খল চিরকাল কলঙ্কিত!
ব্যর্থ- নষ্ট- ইতিহাসের ধুলি...!
খল জেনেছে কি-
মহাশোক থেকে বাঙালি পেয়েছে মহাশক্তি?