Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

বাগানে ১ হাজার বোতল ফেনসিডিল কুমিল্লা

বাগানে ১ হাজার বোতল ফেনসিডিল

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে একটি বাগান থেকে বস্তাভর্তি এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নালঘর গ্রামের মো. মোস্তফা কামাল মজুমদারের ছেলে চিহ্নিত মাদক ব্যবাসী মেহেদী হাসান সাগর (২৫) তার বাড়ির পাশে একটি বাগানে চার বস্তা ফেনসিডিল লুকিয়ে রাখেন। বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে একাটি ফোন আসে নালঘর এলকায় একটি জঙ্গলে বিপুল পরিমাণ মাদক লুকিয়ে রেখা হয়েছে।

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তথ্য প্রদানকারীর সহায়তায় সেখান থেকে মাদকগুলো উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ২৫০ বোতল করে চার বস্তায় মোট এক হাজার বোতল ফেনসিডিল ছিল।

এ ঘটনায় মেহেদী হাসান সাগরের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করা হয়েছে।