Opu Hasnat

আজ ২৪ মার্চ শুক্রবার ২০২৩,

নড়াইলে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল অনুষ্ঠিত নড়াইল

নড়াইলে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল অনুষ্ঠিত

নড়াইলে কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্মরণে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। মঙ্গলবার (৯ আগস্ট) বিকাল ৩ টার দিকে সদর পৌরসভার উজিরপুর আবু তালিব (রা.) মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পার্শ্ববর্তী কাশিয়াড়া গ্রামে অবস্থিত কারবালার মাঠে গিয়ে শেষ হয়। শত শত নারী-পুরুষ ও শিশু কিশোররা কালো পোশাক পরে খালি পায়ে মিছিলে অংশগ্রহণ করেন। কারবালার মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে তারা হায় হোসেন, হায় হোসেন মাতম ও বুক চাপড়ে মিছিল করতে দেখা যায়। মিছিলে ছিল ইমাম হাসান ও ইমাম হোসাইনের দুটি প্রতিকী ঘোড়া। এদিকে আশুরা উপলক্ষে নড়াইলে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কঠোর  নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইসলামি পরিভাষায়, মহররম মাসের ১০ তারিখকে বলা হয় ‘আশুরা’। সৃষ্টির শুরু থেকে এই দিনে সংঘটিত হয়েছে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। হিজরি ৬১ সনের ১০ মহররমে ইরাকের কুফা নগরের কাছে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে সঙ্গী-সাথীসহ নৃশংসভাবে শহীদ হন ইমাম হোসাইন (রা.)। ন্যায় প্রতিষ্ঠায় ইমাম হোসাইন (রা.) এর আত্মত্যাগের ঘটনা যুগে যুগে ইসলামের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।

 

এই বিভাগের অন্যান্য খবর