Opu Hasnat

আজ ১৩ আগস্ট শনিবার ২০২২,

ব্রেকিং নিউজ

মাগুরায় শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী পালিত মাগুরা

মাগুরায় শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী শুক্রবার মাগুরায় পালিত হয়েছে। 

দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপন করে। অনুষ্ঠানে সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। 

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে শেখ কামালের স্মৃতিচারণ করেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাগুরা সদর উপজেলার সামনে বৃক্ষরোপন করেন সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

এই বিভাগের অন্যান্য খবর