Opu Hasnat

আজ ৫ জুন সোমবার ২০২৩,

মোরেলগঞ্জ থানা পুলিশের চৌকশ পদক প্রদান বাগেরহাট

মোরেলগঞ্জ থানা পুলিশের চৌকশ পদক প্রদান

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান চৌকাস পদক পেয়েছেন। বুধবার (০৩ আগষ্ট) দুপুরে বাগেরহাট জেলার পুলিশ সুপার কে, এম, আরিফুল হক, পিপিএম এর হাত থেকে মাসিক কল্যান সভায় জেলার ৯টি থানার মধ্যে জেলার শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ হিসেবে মোঃ সাইদুর রহমান চৌকস অফিসার পদক ও পুরস্কার গ্রহণ করেন। তিনি ২য় বারের মত এ পুরস্কার পান।

অপরদিকে, শ্রেষ্ঠ এএসআই (নিঃ) হিসেবে মোরেলগঞ্জ থানার এএসআই (নিঃ) গৌতম মজুমদার, এএসআই (নিঃ) মোঃ বিপ্লব হোসেন বিশেষ পুরস্কার গ্রহণ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার (মংলা সার্কেল) সহ সকল থানার অফিসার ইনচার্জ এবং ফাঁড়ী ও ক্যাম্পের আইসিগণ উপস্থিত ছিলেন।