Opu Hasnat

আজ ১৩ আগস্ট শনিবার ২০২২,

ব্রেকিং নিউজ

ছাতকে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্ততিমূলক সভা সুনামগঞ্জ

ছাতকে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্ততিমূলক সভা

সুনামগঞ্জের ছাতকে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক প্রস্ততিমূলক সভার আয়োজন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসলাম উদ্দিন, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মকবুল আলী, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমান, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাকির আমিন,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ইন্সট্রক্টর সোয়েব আহমদ, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার রফিকুল ইসলাম, ছাতক বহু মূখী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আজাদ, চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কুতুবউদ্দিন, শিক্ষক হেলালুল ইসলাম শিক্ষক তমাল পোদ্দার, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, সহকারী প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন প্রমূখ।সভায় ১৫ ই আগষ্ট ভোরে সকল স্থাপনাগুলোতে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখা, সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও  আলোচনা সভা এবং ১৪ আগষ্ট চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এই বিভাগের অন্যান্য খবর