Opu Hasnat

আজ ৪ জুন রবিবার ২০২৩,

প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে : রেলমন্ত্রী মাগুরা

প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে : রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন করার জন্য উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নয়ন কার্যক্রম শুরু করেছে। তিনি পদ্মা সেতু নির্মান করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। 

রেলপথ মন্ত্রী মঙ্গলবার দুপুরে মাগুরার রামনগর ঠাকুরবাড়ীনামক স্থানে রেল স্টেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

মাগুরা জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, সংসদ সদস্য. এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। আশা করা যাচ্ছে প্রকল্পটি আগামী ২০২৩ সালের জুন মাসের মধ্যে নির্মান কাজ সম্পন্ন হবে বলে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান। প্রকল্পের নির্মান কাজ সম্পন্ন হলে মাগুরার সাথে বিভিন্ন জেলার রেল যোগাযোগ সহজতর হবে।