১০ লাখ টাকার শাড়ী জব্দ কুমিল্লা / 
কুমিল্লায় নম্বর প্লেট বিহীন পিকআপ ভ্যানে থাকা ৩১ বস্তা ভারতীয় অবৈধ শাড়িসহ একজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ। জব্দ শাড়ির বাজার মূল্য ১০ লাখ টাকা। রবিবার দিবাগত রাত আড়াইটায় আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকা থেকে শাড়িসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
সোমবার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক চালক আদর্শ সদর উপজেলার আমড়াতলী গ্রামের মোহন মিয়ার ছেলে ইমরান হোসেন (২৮)।
ওসি বলেন, ‘রাত আড়াইটার দিকে একটা নম্বর প্লেট ছাড়া পিকআপ ভ্যান ভারতীয় সীমান্ত এলাকা থেকে আড়াইওড়া এলাকা দিয়ে শহরে যাচ্ছিল। পরে সেটিকে আটক করে ৩১ বস্তা ভারতীয় অবৈধ শাড়ি পাওয়া যায়। বস্তাগুলোতে আনুমানিক আড়াই হাজার শাড়ি রয়েছে। কাপড় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, জব্দ শাড়ির বাংলাদেশি বাজার মূল্য ১০ লাখ টাকার বেশি।’ পিকআপ ভ্যান ও শাড়ি পুলিশের হেফাজতে আছে।