Opu Hasnat

আজ ২৩ সেপ্টেম্বর শনিবার ২০২৩,

দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নেত্রকোনা

দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নেত্রকোনার দুর্গাপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক (৭০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় ফেচিয়া রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাজীব-উল-আহসানের নেতৃত্বে দুর্গাপুর পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মানে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, ওসি (তদন্ত) এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ:সভাপতি এমদাদুল হক, চন্ডিগড় ইউনিয়ন আ‘লীগের সভাপতি আলতাবুর রহমান কাজল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মঙ্গলবার বিকেলে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ওনার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা আ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আলম সরকার, দুর্গাপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।