Opu Hasnat

আজ ১৩ আগস্ট শনিবার ২০২২,

ব্রেকিং নিউজ

মোরেলগঞ্জে কৃষকের মাঝে আমন বীজ ও রাসায়নিক সার বিতরণ বাগেরহাট

মোরেলগঞ্জে  কৃষকের মাঝে  আমন বীজ ও রাসায়নিক সার বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে  কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৭১০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করেন। 

কৃষি অধিদপ্তর আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ শামীম আহসান মল্লিক সাংবাদিক এনায়েত করিম রাজিব প্রমুখ।