Opu Hasnat

আজ ১৩ আগস্ট শনিবার ২০২২,

ব্রেকিং নিউজ

মোরেলগঞ্জে মাদক নির্মূল সমন্বিত খসড়া কর্মপরিকল্পনা প্রশিক্ষন কর্মশালা বাগেরহাট

মোরেলগঞ্জে মাদক নির্মূল সমন্বিত খসড়া কর্মপরিকল্পনা প্রশিক্ষন কর্মশালা

বাগেরহাট জেলার উপজেলায় মাদক নির্মূল সমন্বিত খসড়া কর্মপরিকল্পনা বিষয়ক ১ দিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৩ জুন) উপজেলা সভাকক্ষে ও অফিসার্স ক্লাবে দিন ব্যাপী এ কর্মশারা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। 

উক্ত কর্মশালায় মোরেলগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন, সাংবাদিকগন, পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, প্রতিষ্ঠান প্রধান, ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও পরিষদ সদস্য, স্কাউট, মসজিদের ইমাম ও মন্দিরের পুরহিত সহ ১৬ টি দলে মোট ১৫০ জন প্রশিক্ষনে অংশ গ্রহণ করেন। 

কর্মশালায় মোরেলগঞ্জ উপজেলা কে মাদক মুক্ত রাখতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ৬ টি দলে বিভক্ত করে প্রতিটি দলো প্রধান দূর্বল দিক তুলে ধরে আলোচনা করেন।

প্রথম দলনেতা বহুরবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার মিস্ত্র,  দ্বিতীয় দলনেতা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান এর পক্ষে মশিউর রহমান মাসুম, তৃতীয় দলনেতা এস এম কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেন রিয়াজ, চতুর্থ দলনেতা মোরেলগঞ্জ থানা পুলিশের এসআই নুরুল ইসলাম, পঞ্চম  দলনেতা থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মোঃ আব্দুল হাসান, ষষ্ঠ দলনেতা দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, প্রতিটি গ্রুপ বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে আলাদা আলাদা ভাবে দুর্বল দিক নিয়ে পরামর্শ মূলক লিখিত বক্তব্য সহ আলোচনা উপস্থাপনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ ই আলম বাচ্চু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, সমাজ সেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোঃ বাকি বিল্লাহ প্রমূখ।