Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

মোরেলগঞ্জে পানগুছি নদীতে ২ লক্ষ গলদা পোনা অবমুক্ত বাগেরহাট

মোরেলগঞ্জে পানগুছি নদীতে ২ লক্ষ গলদা পোনা অবমুক্ত

বাগেরহাটের মোরেলগঞ্জে শরনখোলা রেঞ্জ কোস্ট গার্ডে পানগুছি নদীতে ২ লক্ষধীক গলদা পোনা অবমুক্ত করেন। 

জানাগেছ, সোমবার (২০ জুন) মধ্য রাতে উপজেলার সন্নাসী নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে পানগুছি নদীতে অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ রেনু পোনা আটক করা হরে। এই রেনু পোনা বলেশ্বর, বরিশালে, চরদোয়ানী, পাথরঘাটা নামক স্থান থেকে ধরে বহুরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা, ঘষিয়াখালীর উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। কোষ্টগাটের উপস্থিতি টের পেয়ে পোনার সাথে জড়িত ব্যাক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয়। কোষ্টগার্ড প্রায় দুই লক্ষাধীক বাগদা পোনা আটক করে ক্যাম্পের নিয়ে আসতে সক্ষম হয়। পরের দিন সোমবার মোবাইল কোর্টের মাধ্যমে পোনা গুলো নদীতে অবমুক্ত করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তার বিনয় কুমার রায় স্থানীয় জনতার উপস্থিতিতে পোনাগুলোকে অবমুক্ত করা হয়।

এই বিভাগের অন্যান্য খবর