Opu Hasnat

আজ ২৮ জুন মঙ্গলবার ২০২২,

বন্যার্তদের সহায়তা করতে গিয়ে পানিতে ডুবে যুবক নিখোঁজ নেত্রকোনা

বন্যার্তদের সহায়তা করতে গিয়ে পানিতে ডুবে যুবক নিখোঁজ

নেত্রকোনা দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে আক্কাস আলী (২৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামে এ নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ যুবক পৌর শহরের দশাল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। নিখোঁজের ১৭ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি যুবক আক্কাস আলীর।

স্থানীয়রা জানান, বন্যায় চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামের আক্কাসের আত্মীয় আব্দুল বারেক এর বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এ খবর শুনে শুক্রবার বিকেলে আক্কাস লোকজন নিয়ে আব্দুল বারেক এর বাড়ির দিকে রওনা হয়। পথে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যার পানির প্রবল স্রোতে তাঁর সঙ্গে থাকা তিনজনসহ তিনি নিজেও পানির চক্করে পড়ে যান। পরে সাথে থাকা তিনজন সাঁতার কেটে উপরে উঠলেও ডুবে নিখোঁজ হয়ে যায় আক্কাস আলী। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশকে খবর দেয়। 

এ ঘটনার বিষয়ে দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, শনিবার কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসবে। তারপর পুনরায় উদ্ধার কাজ শুরু হবে। 

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য এলাকা গুলোতেও নজরদারী রাখছে দুর্গাপুর থানা পুলিশের দল।