পাইকগাছায় দুস্থ ও এতিমদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ খুলনা / 
পাইকগাছায় দুস্থ ও এতিমদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে যশোর সমাজসেবা এবং ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে বাসস্ট্যান্ড সংলগ্ন কারীমিয়া আরাবিয়া কওমী মাদ্রাসার ১শ জন দুস্থ ও এতিমদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করা হয়।
যশোর সমাজসেবা এবং ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল মোমিন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন, যশোর সমাজসেবা এবং ব্লাড ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ ইউসুফ শেখ, ব্যবস্থপনা পরিচালক সোহেলী আক্তার রুমা, উপদেষ্টা পরিচালক এ্যাড. রোকনুউজ্জামান, সাধারণ সম্পাদক (প্রকৌশলী), অরপিয়াস মোঃ তারেক হোসেন সহ-সাধারণ সম্পাদক রাজু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রোহান, আই সি টি সম্পাদক মোঃ আল ইমরান, সাংগঠনিক সম্পাদক, নবীর হোসেন, মাদ্রাসা কমিটির সদস্য শেখ রুহুল কুদ্দুস, মোঃ আল-আমিন গাজী, শিক্ষক মুফতি বিল্লাল হুসাইন, মোঃ মুরাদ হোসেন, মুফতি মাসুম বিল্লাহ, মাওঃ ইব্রাহিম খলিল, হাফেজ এনায়েতুল্লাহ, শিক্ষার্থী মোঃ আজিজুল ইসলাম, মোঃ আলী আজগর, মোঃ তাওহীদ হাসান।