Opu Hasnat

আজ ৭ জুলাই বৃহস্পতিবার ২০২২,

ব্রেকিং নিউজ

দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ নেত্রকোনা

দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

‘‘আমার শিক্ষা আমার অহংকার’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে নানা আয়োজনে এ চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষে স্থানীয় কমরেড মণি সিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিব-উল-আহসান। ডিএসকে বিশেষ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক নজরুল ইসলাম‘র সঞ্চালনায় ডিএসকে'র নির্বাহী পরিচালক, ডা. দিবালোক সিংহের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাছির উদ্দিন, ডিএসকে‘র সহকারী পরিচালক শামছুল আলম খান, আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ প্রমুখ। 

আলোচনা শেষে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করছে এমন ১০৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে তের লক্ষ তেয়াত্তর হাজার টাকার চেক বিতরণ করা হয়।