Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

শিক্ষানগরী সৈয়দপুর শহর এখন ময়লার ভাগাড়! নীলফামারী

শিক্ষানগরী সৈয়দপুর শহর এখন ময়লার ভাগাড়!

নীলফামারীর সৈয়দপুর শহরের স্কুল কলেজগুলোতে লেখা-পড়া করার জন্য নীলফামারী জেলা শহরসহ আশ-পাশের উপজেলাশহর হতে প্রতিদিনশত শত শিক্ষার্থীগণ যাওয়া-আসা করেন।কিন্তু দিনের পর দিন এ শহরটি অতিরিক্ত ঘনবসতি হওয়ায় এবং পৌরসভার উপযুক্ত পরিকল্পনার অভাবে সড়কেরউপর ময়লা আবর্জনার স্তূপ সৃষ্টি হয়েছে। ফলে পথচারীরা নাকে রুমাল দিয়ে চলাচল করছেন। এবং একথাও বলছেন বর্তমানে আমাদের শিক্ষানগরী ভাগাড় নগরীতে পরিণত হয়েছে। এভাবে ময়লা আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে মূল রাস্তা ও ফুটপাতের বিভিন্ন স্থানে। এ দৃশ্য শহরের প্রায় পাড়া-মহল্লা এবং প্রধান সড়কগুলোর পাশে। পচা ময়লা আবর্জনার দুর্গন্ধ বাতাসের সঙ্গে মিশে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। ফলে প্রতিদিনই এলাকাবাসী, পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ অবর্ণনীয় ভোগান্তিতে পড়ছেন।শুধু তাই নয়, আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিদিন ময়লা আবর্জনার ভাগাড় মাড়িয়ে স্কুল-কলেজে যেতে হয়। ময়লার পচা গন্ধ বাতাসের সঙ্গে মিশে শ্রেণিকক্ষ পর্যন্ত চলে যায়, এমনটি শিক্ষার্থীগণ জানালেন। ফলে ধুষিত হচ্ছে বাতাস, নষ্ট হচ্ছে রাস্তার স্বাভাবিক পরিবেশ। 

সরেজমিনে দেখা যায়, বছরের পর বছর একই সমস্যা চলছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে শহরের রাস্তাগুলি ভাগাড়ে পরিণত হয়েছে।

এ বিষয়ে পৌরসভার কাউন্সিলরবৃন্দ বলেন, বিষয়টি নজরে আছে খুব দ্রুত ব্যবস্তা নেয়া হবে।

এই বিভাগের অন্যান্য খবর