Opu Hasnat

আজ ১৮ মে বুধবার ২০২২,

দুর্গাপুরে সিপিবি‘র মানববন্ধন নেত্রকোনা

দুর্গাপুরে সিপিবি‘র মানববন্ধন

ভোজ্যতেল, চাল-ডাল সহ খাদ্যপন্যের লাগামহীন মূল্যবৃিদ্ধর প্রতিরোধ ও গ্যাস-বিদ্যুৎ-পানির মুল্যবৃদ্ধির অপতৎপরতা বন্ধে সিন্ডিকেট-মজুতদারদের শাস্তিমুলক ব্যাবস্থা না নিয়ে অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধন কর্মসুচী পালন করেছে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখা। শনিবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সিপিবি উপজেলা কমিটির সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডাঃ দিবালোক সিংহ। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শামছুল আলম খান, যুগ্ম-সাধারন সম্পাদক মোরশেদ আলম, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি মাসুদরানা প্রমুখ।