সৈয়দপুরে তরুনের আত্মহত্যা! নীলফামারী / 
পারিবারিক কলহের জেরে নীলফামারীর সৈয়দপুরে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে এক তরুন আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৫ মে) সকালে পুলিশ নিহতের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর হুগলিপাড়ায় ওই ঘটনাটি ঘটেছে।
নিহত তরুনের নাম রনি (২২)। সে ওই গ্রামের মো. আলীর ছেলে। এক মাস আগে বিয়ে হয়েছিল তার এবং স্ত্রীও ৭ মাসের গর্ভবতী।
পরিবার জানায়, স্ত্রীর সাথে কলহের জেরেই রনি বুধবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে দিকে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে নিজ ঘরের তিরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টা সকালে টের পেয়ে পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।