Opu Hasnat

আজ ৭ জুলাই বৃহস্পতিবার ২০২২,

ব্রেকিং নিউজ

রাজবাড়ীতে পুনাকে’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরন রাজবাড়ী

রাজবাড়ীতে পুনাকে’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরন

রাজবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ছিন্নমূল মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও শিশুদের জন্য কাপড় বিতরন করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) বিকেলে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাকের) উদ্যোগে রেলস্টেশন এলাকায় প্রধান অতিথি হিসেবে ছিন্নমূল ওই সব মানুষের মাঝে কাপড় বিতরন করেন রাজবাড়ীর পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানে সহধর্মীনি তামান্নুর মোস্তারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, তার সহধর্মীনি ও পুনাক নেত্রী মোছাঃ ফেরদৌসি ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ নেওয়াজ ও তার সহধর্মীনি সোনিয়া শাহ নেওয়াজ, সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন সাহা, ডিআইও-ওয়ান মোঃ সাইদুজ্জামান, টিআই তারক পাল প্রমুখ।

পরে রেল স্টেশন এলাকায় ছিন্নমুল ও অসহায় নারীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, পুরুষদের জন্য লুঙ্গি ও শিশু বাচ্চাদের জন্য কাপড় বিতরন করা হয়।