Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

দুর্গাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত নেত্রকোনা

দুর্গাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

‘‘আমার মুক্তিযুদ্ধ আমার অহংকার’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনা দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। রোববার দুপুরে সুধীজনের অংশগ্রহনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা‘র সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাল, উপজেলা সমাজসেবা অফিসার মো. সারোয়ার হোসাইন, প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। এই বৈদ্যনাথতলাকেই পরে মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। তাই দিনটি স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে চিরভাস্বর এক অবিস্মরণীয় দিন। এই অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।