Opu Hasnat

আজ ১৮ আগস্ট বৃহস্পতিবার ২০২২,

নড়াইলে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে বাংলা নববর্ষ পালন নড়াইল

নড়াইলে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে বাংলা নববর্ষ পালন

নড়াইলে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) নববর্ষকে বরণ করে নিতে প্রভাতী সংগীত অনুষ্ঠান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া বাঙালী সংস্কৃতির লাঠিখেলা, হাড়িভাঙ্গা ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা হয়েছে। বর্ষবরণ উদযাপন পর্ষদ, নড়াইলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গল শোযাত্রাটি সুলতান মঞ্চ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে গিয়ে শেষ হয়। অপরদিকে পৃথক কর্মসূচি জেলা শিল্পকলা একাডেমিতেও পালিত হয়।

এসব কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজেন অধ্যক্ষ  প্রফেসর মোঃ রবউল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, এনডিসি মোঃ জাহিদ হাসান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যালি ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।