Opu Hasnat

আজ ১ জুন বৃহস্পতিবার ২০২৩,

সাহিত্যিক সুভাষ বিশ্বাস’র “রঙে রেখায় কথা মালায়” বই’র মোড়ক উম্মোচন শিল্প ও সাহিত্যনড়াইল

সাহিত্যিক সুভাষ বিশ্বাস’র “রঙে রেখায় কথা মালায়” বই’র মোড়ক উম্মোচন

নড়াইলের কৃতি সন্তান সাহিত্যিক সুভাষ বিশ্বাস এর সদ্য প্রকাশিত শিশুতোষ ছড়ার বই “রঙে রেখায় কথা মালায়” এর মোড়ক উম্মোচন অনুষ্ঠান হয়েছে। নড়াইল জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কার্যালয়ে শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক ও পুস্তক ব্যবসায়ী ইবরাহিম মল্লিক।  

জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হক’র সঞ্চালনায় বক্তব্য দেন সাহিত্যিক সুভাষ বিশ্বাস, খ্যাতনামা চিকিৎসক ডাঃ মায়া রাণী বিশ্বাস, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম নড়াইল জেলার সম্পাদক প্রীতিশ বিশ্বাস, কবি আশামনি, চিত্রশিল্পী সমীর মজুমদার, চিত্রশিল্পী ও শিক্ষক সমীর বৈরাগী, আ’লীগ নেতা শেখ সেলিম, নিত্য গোপাল বিশ্বাস, খানজাহান আলী, মো: আল আমীন খালাসী প্রমুখ।