Opu Hasnat

আজ ৩১ মার্চ শুক্রবার ২০২৩,

জবিস্থ মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি তানিন, সম্পাদক যুথী ক্যাম্পাস

জবিস্থ মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি তানিন, সম্পাদক যুথী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যায়নরত মাগুরা জেলার শিক্ষার্থীদের সংগঠন মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ১৩তম ব্যাচের শিক্ষার্থী শারফুল আলম তানিনকে সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগ ১৪তম ব্যাচের শিক্ষার্থী মুনিয়া আক্তার যুথীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) মাগুরা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি মাহবুব রেজা ও সেক্রেটারি সাইফুল রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির আওতায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে মো: আশিক বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৌরভ ঘোষ, প্রভাত বিশ্বাস, তরুণ সাহা, হাসানুর রহমান অন্তর, সাংগঠনিক সম্পাদক পদে রাফি ইশতিয়াক, দপ্তর সম্পাদক অন্তর সাহা, প্রচার সম্পাদক ফজলে রাব্বি ও অর্থ সম্পাদক পদে তুষার রায়কে মনোনীত করা হয়েছে।