Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

সিরাজদিখানে ইটভাটাকে লাখ টাকা জরিমানা মুন্সিগঞ্জ

সিরাজদিখানে ইটভাটাকে লাখ টাকা জরিমানা

আইন অমান্য করে ইট পোড়ানের দায়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মেসার্স নূর হোসেন ব্রিকস নামের ১টি ইটভাটাকে ১লাখ টাকা জরিমানা ও অনুমতি ব্যতীত কৃষিজমি হতে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করায় ইট ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ মার্চ) বিকালে উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর কুতুবে আলম সিদ্দিক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর কুতুবে আলম সিদ্দিক শনিবার রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর এলাকার মেসার্স নূর হোসেন ব্রিকস'এর মালিক সুরুজ্জামানকে (৪৫) এক লাখ টাকা জরিমানা এবং জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত কৃষিজমি হতে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করায় ইটভাটার সকল ইট ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সিরাজদিখান থানার এসআই মজিবুর রহমান ও ফায়ার সার্ভিসের টিম।