Opu Hasnat

আজ ২১ এপ্রিল রবিবার ২০২৪,

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বগুড়া

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বগুড়ার শেরপুরে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া- ঢাকা মহাসড়কে মীর্জাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে একজন নারী ও ৪ জন পুরুষ। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া ৫টার দিকে শেরপুর উপজেলার মীর্জাপুর আমতলা নামক স্থানে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ ৫ জন যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পর বাসটিকে পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।