Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মাগুরায় পুলিশের চোরাই মাল উদ্ধার মাগুরা

মাগুরায় পুলিশের চোরাই মাল উদ্ধার

মাগুরা জেলার মহম্মদপুরের রাজাপুর চরপাড়া খাল পাড় থেকে পুলিশ আজ বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধার করেছে। মহম্মদপুর থানার অফিসার ইন চার্জ নাছির হোসেন জানান, মাগুরা জেলার মহম্মদপুরের রাজাপুর চরপাড়া খালপাড় সংলগ্ন ফেলা'র বাড়ির খড়ের গাদার নিচ থেকে ৪ টি স্যালো ইঞ্জিন,২ টি টিউবওয়েল,১ টি ধান মাড়াই মেশিন সহ চুরি করার প্রয়োজনীয় সরন্জাম উদ্ধার করেছে রাজাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। একটি সংঘবদ্ধ চোরদল এসব মালামাল চুরি করে এনে এই খড়ের গাদায় লুকিয়ে রেখেছিলো। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৩ ঘন্টার সফল অভিযান শেষে উদ্ধারকৃত মালামাল ফাড়িতে নিয়ে যায়।

এছাড়াও বাড়ির সাথে খাল থেকে একটি স্যালো ইঞ্জিনের চেসিস উদ্ধার করেছে এলাকাবাসী। এই পুলিশি অভিযানের নেতৃত্ব দেন রাজাপুর পুলিশ ফাঁড়ির  অফিসার ও ইনচার্জ জনাব অর্জুন দাস।তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

এসআই অর্জুন দাস বলেন, মামলার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এই ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মহম্মদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।